লিখিত বিবৃতির পর অডিও বার্তায় মোর্চা প্রার্থীদের জেতানোর আবেদন বুদ্ধদেব ভট্টাচার্যের

মৌখিক বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের

লিখিত বিবৃতির পর সংযুক্ত মোর্চা প্রার্থীদের জেতানোর আবেদন জানিয়ে মৌখিক বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের।
অডিও বার্তায় বুদ্ধদেববাবুর আবেদন, ভোট যুদ্ধের ময়দানে সংগ্রাম করার জন্য বামফ্রন্ট-কংগ্রেস-ধর্মনিরপেক্ষ একটি দল মিলে মঞ্চ তৈরি করেছে। রাজ্যের যুব সমাজের কাছে তাঁরাই হবেন কান্ডারী। তাঁদের হাত ধরেই আসবে শিল্প, শিক্ষা, উন্নয়ন। বিপদগ্রস্ত গনতন্ত্রকে রক্ষা করবেন তাঁরা। বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

শুনে নিন কী বললেন বুদ্ধদেব ভট্টাচার্য

১ দশক আগে বাম শাসিত বাংলার কথাও তাঁর বার্তায় উঠে এসেছে। কৃষি ক্ষেত্রে সাফল্য, শিল্পের উন্নয়ন… বিবিধ উন্নয়ন। এর পরই বর্তমান সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানান, তৃণমূল রাজ্যের শাসনভার নিলে অবনতি হতে থাকে পশ্চিমবঙ্গের। বিগত ১০ বছরে হয়নি শিল্পের উন্নয়ন। হয়নি শিক্ষায় উন্নতি। বরং রাজ্য জুড়ে অরাজকতার সৃষ্টি করেছে, বলেন বুদ্ধদেব ভট্টাচার্য।
বিজেপিকে সমাজবিরোধী দল বলে আক্রমণ করেন বুদ্ধদেব বাবু। মহিলাদের নিরাপত্তা নিয়েও সরব তিনি। সামগ্রিক অপশাসনের হাত থেকে বাংলাকে বাঁচাতে অডিও বার্তায় সংযুক্ত মোর্চার প্রার্থীদের জয়ী করার আবেদন বুদ্ধদেব ভট্টাচার্যের।

Comments are closed.