বুদ্ধদেববাবুর শারীরিক অবস্থা স্থিতিশীল, হাসপাতাল থেকে বাড়ি ফিরতে চাইলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। শুক্রবার রাত সাড়ে ৮ টা নাগাদ গুরুতর অসুস্থ অবস্থায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর তীব্র শ্বাসকষ্ট ছিল, কম ছিল রক্তচাপও। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ অনেকটাই কমে যায়। হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার রাতে বুদ্ধদেববাবুকে এক ইউনিট রক্ত দেওয়া হয়। শনিবার সকালে তাঁর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল রয়েছে। তবে বুদ্ধদেববাবু এর মধ্যেই বাড়ি ফিরতে চাইছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং পার্টি নেতৃত্ব। রাতে বুদ্ধদেববাবু পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেন।
দীর্ঘদিন ধরেই সিওপিডিতে ভুগছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। যার জেরে পার্টি অফিসে যাওয়াও ছেড়ে দিয়েছেন অনেকদিন। বাড়িতেও তাঁকে অধিকাংশ সময় অক্সিজেন নিতে হয়। কিন্তু শুক্রবার সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থা আচমকা খারাপ হলে সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে যান মুখ্যমন্ত্রী, রাজ্যপাল। এছাড়াও সিপিএম নেতৃত্ব পৌঁছান হাসপাতালে। গোটা রাত তাঁকে পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা। কিন্তু সূত্রের খবর, প্রাথমিক চিকিৎসার পর খানিক সুস্থবোধ করতেই বাড়ি ফিরতে চেয়েছেন বুদ্ধদেববাবু। যদিও তাঁকে আরও পর্যবেক্ষণে রেখে কিছু পরীক্ষা করা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিউমোনিয়া হয়েছে। তাই তাঁর চিকিৎসা প্রয়োজন। শুক্রবার সারারাতই সিপিএম পার্টি নেতৃত্ব হাসপাতালে ছিলেন।

Comments are closed.