সুস্থ আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর শারীরিক অবস্থা নিয়ে কোনও গুজবে কান দেবেন না, শনিবার এক বিবৃতি দিয়ে জানালেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। দলের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সূর্যকান্ত জানান, বুদ্ধবাবুর শারীরিক অবস্থা নিয়ে ‘যে খবর ছড়ানো হচ্ছে সেই খবর ভিত্তিহীন। গুজবে কান দেবেন না। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সুস্থ আছেন।’
প্রসঙ্গত, শনিবার সকাল থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়ায় বিভিন্ন মহলে। শুরু হয় আলোচনা, উৎকণ্ঠা। এর পরেই দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বিবৃতি দিয়ে সবাইকে আশ্বস্ত করেন।
প্রসঙ্গত, গতবছর সেপ্টেম্বর মাসে প্রচণ্ড অসুস্থ হয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য্য। শ্বাসকষ্ট, রক্তচাপ কমে যাওয়া সহ আরও কিছু সমস্যার কারণে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরিবার সূত্রে জানানো হয়েছিল, কিছুদিন ধরেই ফুসফুসের সমস্যায় আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরে এইসব সমস্যা নিয়ে চিকিৎসা চলছে তাঁর। লকডাউনের মধ্যে এদিন আচমকাই বুদ্ধদেববাবুর শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়ে পড়ে নানা মহলে। তাই বিভ্রান্তি ও অপপ্রচার দূর করতে বিবৃতি দিলেন সিপিএম রাজ্য সম্পাদক।
Comments are closed.