গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কিছুক্ষণ আগেই অলিপুরের এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যপাল সিভি আনন্দ বোসও তাঁকে দেখতে অলিপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে খবর।
শনিবার সকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। এরপর বাড়িতেই তাঁকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়। কিন্তু তাঁর পরিবার সূত্রে খবর, তিনি অক্সিজেন নিতে পারলেও ‘রেসপন্ড’ করছিলেন না। তার পরেই চিকিৎসকরা আর কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন।
কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। পরিবার সূত্রে খবর, দিন কয়েক ধরে জ্বরে ভুগছিলেন তিনি। অসুস্থ হলেও হাসপাতালে ভর্তি চাননি তিনি। তবে শনিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়, শরীরে অক্সিজেনের মাত্রা ৭০-এর নীচে নেমে যায়। তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
Comments are closed.