বুলেট ট্রেন নিয়ে সুখবর দিল ভারতীয় রেল। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত চলবে বুলেট ট্রেন। এরজন্য রেলের খরচ হবে ১.৫ লক্ষ কোটি টাকা। কিন্তু এত পরিমাণ টাকার অঙ্ক শুনে অনেকে চমকে গিয়েছেন। যদিও ভারতীয় রেলের তরফে বলা হয়েছে, করোনার কারণে বুলেট ট্রেনের কাজ ওই লাইনে বন্ধ হয়ে যায়। এরপর কাজ শুরু হলে খরচ অনেকটাই বেড়ে গিয়েছে।
২০১৪ সালে ক্ষমতায় এসে দেশে বুলেট ট্রেন চালানোর কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৫ সালে প্রাথমিকভাবে মুম্বই থেকে আহমেদাবাদ লাইনে বুলেট ট্রেন্র প্রজেক্টের কথা বলা হয়েছিল। যদিও কবে চলবে এই বুলেট ট্রেন তা জানাতে পারেনি ভারতীয় রেল। তবে খুব শীঘ্রই ভারতীয়রা বুলেট ট্রেন উপহার পাচ্ছেন তা মনে করা হচ্ছে। এই বিষয়ে আলোচনা চলছে মহারাষ্ট্র সরকারের সঙ্গে।
২০১৭ সালে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে সঙ্গে নিয়ে মুম্বই-আহমেদাবাদ হাই স্পিড বুলেট ট্রেন প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে ৩,০০০ টাকা পর্যন্ত ভাড়া হতে পারে ৷ জাপানের সহযোগিতায় আহমেদাবাদ ও মুম্বইয়ের মধ্যে চলবে এই বুলেট ট্রেন ৷ আহমেদাবাদের সবরমতি থেকে সূরজপুর জংশনের মধ্যে দিয়ে দুর্বার গতিতে ছুটবে ট্রেন ৷ আহমেদাবাদ বুলেট ট্রেন প্রতি ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিবেগে ছুটবে। হাই স্পিড বুলেট ট্রেন পাড়ি দেবে ৫০৮ কিলোমিটার। এই ট্রেনে থাকছে ১০টি কোচ। ভবিষ্যতে এই হাই স্পিড ট্রেনে ১২টি কোচ করা হতে পারে।
Comments are closed.