আপাতত বাস ভাড়া বাড়ছে না; বিধানসভায় জানালেন পরিবহনমন্ত্রী

রাজ্যের কোথাও বাস ভাড়া বাড়ানো হচ্ছে না। সোমবার বিধানসভায় জানালেন পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এদিন বাস ভাড়া বাড়ানো সংক্রান্ত এক আলোচনায় পরিবহনমন্ত্রীকে প্রশ্ন করা হলে উত্তরে তিনি জানান, সাধারণ মানুষের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী সরকারি ও বেসরকারি বাসের ভাড়া বাড়াতে রাজি নন। সরকার নির্ধারিত ভাড়ায় রাজ্যে বাস চলছে। তাতে করে অনেক ক্ষতি হচ্ছে। কিন্তু কল্যাণকামী রাষ্ট্রে আমরা কখনওই মানুষের উপর বোঝা চাপিয়ে দিতে পারি না।

এর পাশাপাশি এদিন পরিবহনমন্ত্রী আরও বলেন, এখানে এমন কোনও ব্যবস্থাপনা নেই, যেখানে বাসমালিক ও যাত্রীরা নিজেরাই একটি নির্দিষ্ট গ্রহণযোগ্য ভাড়া ঠিক করে নেবেন। কিন্তু এমনটা করা সম্ভব ছিল না। তাই ২০১৮ সাল থেকে সরকারের ঠিক করে দেওয়া ভাড়াই তাঁদের মেনে নিতে হচ্ছে।

পাশাপাশি বেসরকারি বাসগুলোর বিরুদ্ধে অনৈতিক ভাবে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ এলে যে সরকার কড়া পদক্ষেপ নিচ্ছে তাও জানিয়ে দেন পরিবহনমন্ত্রী।

Comments are closed.