SBSTC-র অস্থায়ী কর্মীদের দাবি মেনে নিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, মাসে ২৬ দিন কাজের প্রতিশ্রুতি পরিবহণমন্ত্রীর

অস্থায়ী কর্মীদের কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ করলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সপ্তাহের প্রথম দিন পরিবহণ মন্ত্রী SBSTC-এর অস্থায়ী কর্মীদের দাবি মেনে মাসে ২৬ দিন কাজের প্রতিশ্রুতি দিলেন। এদিন স্নেহাশিস চক্রবর্তী বলেন, SBSTC-র সঙ্গে কথা বলেই জানানো হচ্ছে, তাঁদের ছুটি সংক্রান্ত দাবি পুজোর পর মেনে নেওয়া হবে।

এক সপ্তাহ ধরে চলছে SBSTC-র অস্থায়ী বাস কর্মীদের আন্দোলন। চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। জেলায় জেলায় এক ছবি। দুর্গাপুর, হাওড়া, কলকাতা, বর্ধমান, মেদিনীপুর, দিঘা সব জায়গায় এক ছবি। স্থায়ী কর্মীরা বাস চালালেও সেই সংখ্যা খুব কম, তাই সপ্তাহের প্রথম দিন চূড়ান্ত ভোগান্তির নিত্যযাত্রীদের। দুর্গাপুর SBSTC বাস ডিপো থেকে যেখানে প্রতিদিন ৭০ থেকে ৮০ টি বাস ছাড়ে, সেখানে এখন বাস ছাড়ছে মাত্র ১৫ থেকে ২০ টি। বাঁকুড়ার বাস ডিপো থেকে বাস চলছে মাত্র ৩ টি। এই বাস ডিপোতে ১৬০ জন অস্থায়ী কর্মী কাজ করেন।

দিঘার বাস ডিপোর আন্দোলনরত অস্থায়ী কর্মীরা সাফ জানিয়ে দিয়েছেন, তাঁদের দাবি মানা না হলে আন্দোলন চলতেই থাকবে। এই পরিস্থিতিতে সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল জানিয়েছেন, কিছু মানুষ ফোনে ভয় দেখাচ্ছেন। বাস চালালেই হুমকি দেওয়া হচ্ছে। সব মিলিয়ে পুজোর মুখে SBSTC-র অস্থায়ী কর্মীদের আন্দোলনে চরম ভোগান্তি সাধারণ মানুষের। আর এইদিনেই অস্থায়ী কর্মীদের কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ জানালেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

Comments are closed.