ইডেনে ম্যাচ দেখতে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ, শুভেচ্ছা চিঠি দিলেন মমতা ব্যানার্জি

মঙ্গলবার ইডেন গার্ডেন্সে এ বারের আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। মুখোমুখি হবে গুজরাত টাইটান্স এবং রাজস্থান রয়্যালস। বুধবার খেলা হবে লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। এই ম্যাচ দেখতে আমন্ত্রণ জানানো হল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। সিএবির এই আমন্ত্রণের পরেই সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা ব্যানার্জি।

সোমবার এই চিঠিতে মমতা লিখেছেন, আমাকে আইপিএল ম্যাচ দেখার আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। বাংলার মানুষ আই পিএলের মত ম্যাচ দেখতে পারবেন মনে করে খুব ভালো লাগছে। প্লে অফের দুটো ম্যাচ খুব ভালো করে শেষ হোক। প্রতিযোগী দলগুলিকেও শুভেচ্ছা বার্তা পাঠিয়ে চিঠি দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

কিন্তু প্লে অফ ম্যাচ নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। কারণ ম্যাচের বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। যে সময়ে ম্যাচ চলবে তখন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইডেনে আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। ইডেনে ঢুকে পিচ পরীক্ষা করেন তিনি। আলোচনা সারেন সিএবি কর্তাদের সঙ্গে।

Comments are closed.