চীনে হু হু করে বাড়ছে কোভিড সংক্রমণ। এই বছরের এশিয়ান গেমস বাতিল হয়ে গেল।চিনের এক সরকারি সংবাদ মাধ্যম সূত্রে এই খবর জানা গিয়েছে। ১৯তম এশিয়ান গেমস শুরু হওয়ার কথা ছিল আগামী ১০ সেপ্টেম্বর থেকে। চীনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়ান গেমস। কিন্তু কোভিড সংক্রমণের লাগাম টানতেই এই গেমস বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২০২৩ সাল পর্যন্ত। উল্লেখ্য, চীনে বেড়েই চলেছে কোভিড সংক্রমণ। যার জেরে বেশ কিছু জায়গায় চলছে লকডাউন। সংক্রমণের পাশাপাশি মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে চীনে।
Comments are closed.