করমণ্ডল কাণ্ডে সিবিআই আটক করল তিন জনকে; অজ্ঞাত স্থানে রেখে চলছে জিজ্ঞাসাবাদ 

বালেশ্বর ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনও দেশবাসীর মনে দগদগে। করমণ্ডল সহ তিন ট্রেনের দুর্ঘটনায় প্রায় ৩০০ জন প্রাণ হারিয়েছে। এখনও বেশ কিছু মৃত দেহ শনাক্ত করা যায়নি। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই। আর তদন্তের ১০ দিনের মাথায় এবার তিন রেল কর্মীকে আটক করল তদন্তকারী সংস্থা।

সূত্রের খবর, সোমবার তদন্তের স্বার্থে তিনজন রেলকর্মীকে আটক করেছে সিবিআই। তাঁদের জিজ্ঞাসাবাদও শুরু করেছে গোয়েন্দারা। যে তিন জনকে আটক করেছে তারা হল বাহানাগা বাজার স্টেশনের মাস্টার, একজন রেল টেকনিশিয়ান এবং আরও কর্মী।

ইতিমধ্যেই রেলের এক অংশের দাবি, দুর্ঘটনার নেপথ্যে কোনও ষড়যন্ত্র থাকতে পারে। যদিও অনেকের দাবি, প্রযুক্তিগত ত্রুটিই প্রধান কারণ। ঠিক কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা তা খুঁজে দেখছে সিবিআই।

এদিকে সিবিআই তদন্তের কারণে বাহানাগ স্টেশন পুরোপারি সিল করে দেওয়া হয়েছে। কোনও ট্রেনই দাঁড়াচ্ছে না। স্টেশন ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যার জেরে স্থানীয় মানুষরা সমস্যায় পড়েছেন। সব মিলিয়ে আটক তিন জনকে জিজ্ঞাসাবাদ করে কী তথ্য পায় গোয়েন্দারা এখন সেদিকেই তাকিয়ে সকলে।

Comments are closed.