করমণ্ডল-কাণ্ডে এবার পাঁচ রেলকর্মীকে জিজ্ঞাসাবাদ শুরু করল সিবিআই 

বালেশ্বর ট্রেন দুর্ঘটনার তদন্তে এবার পাঁচ রেলকর্মীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই। রেল সূত্রে খবর, বাহানাগা বাজার স্টেশনের সহকারী স্টেশন মাস্টার এসবি মহান্তি এবং ওই এলাকার সিগন্যাল বিভাগের চার কর্মীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা। দুর্ঘটনার সময় এবং আগে ওই চার কর্মী দায়িত্বে ছিলেন বলে জানা গিয়েছে।

গত ২ জুন ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। মেন লাইন ছেড়ে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির ওপরে ওঠে পড়ে করমণ্ডলের ইঞ্জিন। উল্টো দিক থেকে আসা হামসফর এক্সপ্রেসের কামরাও লাইনচ্যুত হয়। সব মিলিয়ে এই ঘটনায় প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে। অনেকেই দাবি করছে, শতাব্দীর সব থেকে বড় ট্রেন দুর্ঘটনা এটি। ইতিমিধ্যেই রেল বোর্ডের প্রস্তাবে দুর্ঘটনার তদন্তভার হাতে তুলে নিয়েছে সিবিআই।

তদন্তে নেমে এর আগেও তিন জন রেলকর্মীকে আটক করেছিল সিবিআই। তাঁদেরকেও জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য এসেছে তদন্তকারীদের হাতে। তার ওপর ভিত্তি করেই এই পাঁচ কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। ঠিক কী কারণে দুর্ঘটনা সে নিয়ে এখনও রেলের তরফে কিছু জানানো হয়নি।

 

Comments are closed.