তৃণমূলের তারকা সাংসদ দেবে’র পর এবার বীরভূমের জেলা সভাপতি অনুব্রতকে তলব করল সিবিআই। সিবিআই সূত্রে খবর, ১৪ ফেব্রুয়ারি তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে।
এর আগেও অনুব্রত মণ্ডলকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে সেটি ভোট পরবর্তী হিংসার মামলায়। যদিও ওই মামলায় সিবিআইয়ের নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল নেতা। ওই মামলায় হাইকোর্ট অনুব্রতকে স্বস্তি দিয়ে জানায়, তাঁকে গ্রেফতার বা তাঁর বিরুদ্ধে কোনও কঠিন পদক্ষেপ নিতে পারবে না সিবিআই। বৃহস্পতিবার ফের একবার তাঁকে গরু প্রচার মামলায় তলব করল সিবিআই।
উল্লেখ্য, বুধবারই একই মামলায় তারকা সাংসদ দেবকে নোটিস পাঠিয়েছে সিবিআই। ১৫ ফেব্রুয়ারি তাঁকে নিজাম প্যালেসে হাজির হতে বলা হয়েছে। উল্লেখ দেব’কে কেন ডাকা হয়েছে তা নিয়ে নানান ধোঁয়াশা তৈরি হলেও একাংশের মতে, গরু পাচারের তদন্তে নেমে বেশ কয়েকজন সাক্ষী দেব’র কথা বলেছেন। যার জন্যই গোয়েন্দারা তাঁর সঙ্গে কথা বলতে চান বলে খবর।
অনুব্রত মণ্ডলকে তলব প্রসঙ্গে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি তিনি। এখন দেখার ১৫ ফেব্রুয়ারি তিনি নিজাম প্যালেসে হাজিরা দেন কিনা।
Comments are closed.