প্রকাশিত হয়েছে সিবিএসই দ্বাদশের ফলাফল। দেখা গিয়েছে ভালো ফল করেছে মেয়েরা। ছেলেদের তুলনায় এই বছর মেয়েদের পাশের হার অনেক বেশি। আর টপার হয়েছেন দুজন। ৫০০-এ ৫০০ পেয়ে টপার হয়েছেন বুন্দেলশহরের তানিয়া সিংহ ও নয়ডার যুবাক্ষী ভিগ। দুজনেরই প্রাপ্ত নম্বর ৫০০।
নয়ডার অ্যামিটি ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী যুবাক্ষী। কলা বিভাগের ছাত্রী যুবাক্ষীর ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান এইসব বিষয় ছিল। সব বিষয়েই সে পেয়েছে ১০০ তে ১০০। এই ফলাফল জানার পরেই যুবাক্ষীর নয়ডার বাড়িতে খুশির হাওয়া। সত্যিই এত ভালো ফল হবে আশা করিনি। যখন যে বিষয় পড়তাম, সেখানেই মনোযোগ দিতাম। সেরা ফল করবো, এই আশাতেই পড়াশোনা করতাম, বলে জানিয়েছে যুবাক্ষী।
অন্যদিকে উত্তরপ্রদেশের বুন্দেলশহরের বাসিন্দা তানিয়া সিংহ দিল্লি পাবলিক স্কুলের ছাত্রী। সব বিষয়ে ১০০ তে ১০০ পেয়েছে সে। বুন্দেলশহরের ডিপিএসের আরেক ছাত্রী ভূমিকা গুপ্তা পেয়েছেন ৫০০ এর মধ্যে ৪৯৯ পাশাপাশি ওই স্কুলের ছাত্রী সৌম্য নামদেব পেয়েছে ৪৯৭। বুলন্দশহর ডিপিএসের প্রায় ২৫০ পড়ুয়া দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা দিয়েছে। স্কুলের ১০০% পরীক্ষার্থীই এবার পাশ করেছে।
উল্লেখ্য, সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন অথবা সিবিএসইর তরফে জানানো হয়েছে, এবার মোট পাশের হার ৯২.৭১ শতাংশ। ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। ছাত্রীদের ক্ষেত্রে পাশের হার ৯৪.৫৪শতাংশ। ছেলেদের পাশের হার ৯১.২৫ শতাংশ। পাশের হারে সবথেকে এগিয়ে রয়েছে দক্ষিণ ভারত। ৯৮.৮৩ শতাংশ পাশের হার নিয়ে প্রথম স্থানে রয়েছে ত্রিবান্দ্রম। এরপর আছে বেঙ্গালুরু, সেখানে পাশের হার ৯৮.১৬ শতাংশ। চেন্নাইতে পাশ করেছে ৯৭.৭৯ শতাংশ।
Comments are closed.