সিবিএসই, আইএসসি পরীক্ষার মূল্যায়ন কীভাবে হবে। জানতে চাইল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সিবিএসই, আইএসসি দ্বাদশ শ্রেনীর পরীক্ষা নিয়ে শুনানি ছিল। সেই শুনানিতে শীর্ষ আদালত সিবিএসই, আইএসসি দ্বাদশ শ্রেনীর পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে খুশি।
এদিনের শুনানিতে দুই বোর্ডের পক্ষ থেকে আদালতে পড়ুয়াদের মূল্যায়ন কীভাবে হবে তা জানানোর জন্য সময় চাওয়া হয়। তার জেরে এই মামলার শুনানি আরও ২ সপ্তাহ পিছিয়ে যায়। আদালত এই দুই সপ্তাহের মধ্যে সিবিএসই, আইএসসি বোর্ডকে পড়ুয়াদের মূল্যায়ন পদ্ধতি জানানোর নির্দেশ দিয়েছে।
এই সপ্তাহেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি বৈঠকের পর জানিয়ে দেওয়া হয়, করোনার জেরে বাতিল হয়েছে সিবিএসই দ্বাদশ এবং আইএসসি পরীক্ষা।এই কঠিন সময়ে মানসিকভাবে পড়ুয়াদের ওপর চাপ সৃষ্টি করা ঠিক নয় বলে জানিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশেনর তথা সিআইএসসিই।
আগেই দশম শ্রেণীর পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল দুই বোর্ড। কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছিল দ্বাদশের পরীক্ষা। কিন্তু কেন্দ্র সেই পরীক্ষাও বাতিল মরার সিদ্ধান্ত নেয়।
Comments are closed.