যাদবপুরে বসছে সিসি ক্যামেরা; শেষ পর্যায়ে প্রস্তুতি পর্যালোচনায় বৈঠকে বসছে কর্তৃপক্ষ 

শেষমেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি বসছে। কোথায় কোথায় সিসিটিভি বসানো হবে তা আগেই ঠিক করা ছিল। শেষ পর্যায়ে প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার বৈঠকে বসছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিসি টিভি বসানোর দায়িত্ব যে সংস্থাকে দেওয়া হয়েছে, তাদের প্রতিনিধিরাও এদিনের বৈঠকে উপস্থিত থাকবে বলে খবর। 

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ক্যাম্পাসে  মোট ২৯ টি ক্যামেরা বসানো হবে। কোন কোন জায়গায় বসানো হবে তা নির্ধারণ করা হয়ে গিয়েছে। শেষ পর্যায়ে চূড়ান্ত প্রস্তুতি এবং বিভিন্ন দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে কাজ কবের মধ্যে শেষ হবে তা নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে খবর।  

উল্লেখ্য গত ৯ অগস্ট যাদবরপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিন তলা থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের এক পড়ুয়ার। র‌্যাগিংয়ের শিকার হয়ে ওই পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে অভিযোগ দায়ের করে পড়ুয়ার পরিবার। এই ঘটনার পরেই ক্যাম্পসে সিসি টিভি লাগানোর দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। যা নিয়ে জটিলতাও তৈরি হয়। অবশেষে ক্যাম্পাসে সিসি টিভি ক্যামেরা বসতে চলেছে। 

Comments are closed.