সিসিটিভি বসানোর প্রক্রিয়া শুরু হল যাদবপুরে, থাকছে বিকল্প ব্যবস্থাও 

যাদবপুরে প্রথম বর্ষের পড়ুয়া মৃত্যুর পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিসিটিভি বসানোর দাবি জোড়ালো হচ্ছিল। এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলির একাংশ ক্যাম্পসে সিসিটিভি বসানোর তীব্র বিরোধিতা করেছে। এই অবস্থায় অবশেষে বিশ্ববিদ্যালয় চত্বরে সিসিটিভি বসানোর প্রক্রিয়া শুরু করল কর্তৃপক্ষ। বুধবার বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ জানান, ক্যাম্পাসে সিসিটিভি বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কোথায় কোথায় ক্যামেরা বসানো হবে ইতিমধ্যেই সেই জায়গাগুলো চিহ্নিত করা হয়েছে। তবে সেই সঙ্গে উপচার্য এও জানান, প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে সময় লাগবে।

শুধু সিসিটিভি বসানোই নয়, সেই সঙ্গে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে খবর। উপচার্য জানিয়েছেন, শুধু সিসিটিভিই নয়। গুরুত্ব বুঝে কিছু কিছু জায়গায় সিসিটিভির পাশাপাশি নিরাপত্তারক্ষীও মোতায়েন করা হবে। ইউজিসি’র গাইডলাইন মেনে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে যা যা ব্যবস্থা নেওয়া উচিত সব করা হবে।

ইউজিসি গাইডলাইন মেনে আগেই ক্যামেরা বসানোর প্রক্রিয়া শুরু হওয়ার কথা, তবে ছাত্র সংগঠনগুলোর একাংশের প্রতিবাদের জেরে তা করা যায়নি বলে কর্তৃপক্ষের একাংশ অভিযোগ করেছে। তবে ৯ আগস্ট ছাত্র মৃত্যুর ঘটনার পর সিসিটিভি নিয়ে কর্তৃপক্ষকেও প্রশ্নের মুখে পড়তে হয়। অবশেষে ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা বসানোর প্রক্রিয়া শুরু হল।

Comments are closed.