কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জেনারেল বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রীর; খবর বায়ু সেনা সূত্রে  

শেষ রক্ষা হল না। ভয়াবহ কপ্টার দুর্ঘটনায় জেনারেল বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। বায়ুসেনা সূত্রে এমনটাই খবর। দুর্ঘটনাস্থল থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসতাপালে। দুর্ঘটনায় ৮৫% পুড়ে গিয়েছিল তাঁর শরীর। 

উল্লেখ্য কপ্টার দুর্ঘটনা নিয়ে সন্ধ্যে সাড়ে ৬ টা নাগাদ প্রতিরক্ষা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক রয়েছে বলে জানা গিয়েছে। বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর, বিকেল ৪ টে ১৫ মিনিট নাগাদ বিপিন রাওয়াতের বাসভবনে যান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সুলুর বিমান ঘাঁটিতে যেতে পারেন বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী। বৃহস্পতিবার দুর্ঘটনা নিয়ে সংসদে বিবৃতি দিতে পারেন প্রতিরক্ষামন্ত্রী। 

  

Comments are closed.