করোনা পরিস্থিতিতে প্রায় দু’বছর স্কুলে যেতে পারেনি শিশুরা। এই অবস্থায় শিশুদের পড়াশোনায় জোর দিতে, ‘ওয়ান ক্লাস,ওয়ান টিভি চ্যানেল’ প্রোগ্রামের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
ভার্চুয়াল ক্লাস চালু থাকলেও প্রত্যন্ত অঞ্চলে নেট পরিষেবা না থাকায়, অনেকেই এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই অবস্থায় বিশেষ করে সরকারি স্কুলের শিশুদের পড়াশোনার সুবিধার জন্য এই ব্যবস্থা করেছে কেন্দ্র। এদিন অর্থমন্ত্রী বলেন, করোনার কারণে মূলত সরকারি স্কুলের পড়ুয়াদের দু’বছর পড়াশোনা নষ্ট হয়েছে। সেই কারণে কেন্দ্র ওয়ান ক্লাস, ওয়ান টিভি চ্যানেলের পরিকল্পনা করেছে। শুধুমাত্র তফসিলি জাতি এবং উপজাতিদের জন্য নতুন চ্যানেল তৈরি হবে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে শিক্ষাব্যবস্থার আরও বিস্তারের জন্য ডিজিটাল ইউনিভার্সিটির কথাও ঘোষণা করেন তিনি।
জানা গিয়েছে, মোট ২০০ টি টিভি চ্যানেলের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। আগে এই ধরনের ১২ টি টিভি চ্যানেল ছিল।
উল্লেখ, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে অষ্টম শ্রেণী থেকে রাজ্যে ফের স্কুল শুরু হচ্ছে। সেই সঙ্গে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ও খুলে দেওয়া হচ্ছে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
Comments are closed.