সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের সিদ্ধান্ত ঘিরে উত্তাল বিহার সহ বেশ কয়েকটি রাজ্য। কেন্দ্রের ‘অগ্নিপথ’ প্রকল্প ঘিরে অগ্নিগর্ভ পরস্থিতি বিহার, হরিয়ানার মতো রাজ্যে। বিক্ষোভের আগুন ছড়িয়েছে পশ্চিমবঙ্গেও। আর এর মধ্যেই ‘অগ্নিপথ’ প্রকল্পে বড়সড় বদল আনার কথা জানাল কেন্দ্র।
১৭ জুলাই, শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ‘অগ্নিবীর’ নিয়োগের ক্ষেত্রে বয়সের সর্বচ্চ সীমা বাড়ানো হবে। সংবাদ সংস্থা সূত্রে এমনটাই খবর। ‘অগ্নিপথ’ প্রকল্পের আওতায় প্রথমে বয়সের সীমা ঠিক করা হয়েছিল ১৭ বছর থেকে ২১ বছর। কিন্তু দেশ জুড়ে বিক্ষোভের জেরে, নিয়োগের ক্ষেত্রে বয়সের সর্বচ্চ সীমা দু’বছর বাড়ানো হয়েছে। অর্থাৎ নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ বছরের জায়গায় সর্বাধিক ২৩ বছর বয়স পর্যন্ত ‘অগ্নিপথ’ প্রকল্পের আওতায় চাকরির জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা। তবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, শুধু এবছরের জন্যই এই ছাড় দেওয়া হচ্ছে। আগামী বছর থেকে ফের সর্বচ্চ বয়েস সীমা ২১ বছর করে দেওয়া হবে।
নিয়ম শিথিল করার ঘোষণাতেও বিক্ষোভে কোনও প্রভাব পড়েনি। বিক্ষোভের তীব্রতা সবথেকে বেশি বিহারে। বৃহস্পতিবারের মতো এদিনও মহিউদ্দিন, লখমিনিয়া সহ বেশ কয়েকটি স্টেশনে একাধিক ট্রেনে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। সেই সঙ্গে জায়গায় জায়গায় রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে চাকরিপ্রার্থীরা। বিহারের পাশপাশি হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশও উত্তাল আন্দোলনে। আন্দোলনের আচঁ ছড়িয়েছে এ রাজ্যেও। এদিন ঠাকুরনগরে রেল অবরোধ করে একদল চাকরিপ্রার্থী।
সব মিলিয়ে এক কথায় ‘অগ্নিপথ’ প্রকল্প ঘিরে তীব্র প্রতিরোধের মুখে পড়েছে মোদী সরকার।
Comments are closed.