এবার মোদী সরকারের নজরে দেশের ডিজিটাল সংবাদমাধ্যম। ডিজিটাল সংবাদমাধ্যমেকে নিয়ন্ত্রণে নতুন বিল আনছে কেন্দ্রীয় সরকার। চলতি বাদল অধিবেশনেই লোকসভায় এই বিল পাশ হবে বলে জানা গিয়েছে। কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
সূত্রের খবর, সংবাদ মাধ্যম নিয়ে কেন্দ্রের যে আইন রয়েছে তা সংশোধন করে ডিজিটাল সংবাদ মাধ্যমকেও সেই আইনের আওতায় আনা হবে। এমনকী উল্লেখিত আইন ভাঙলে ডিজিটাল সংবাদ সংস্থাগুলোকে কড়া শাস্তির মুখেও পড়তে হতে পারে, গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। সেই সঙ্গে নতুন আইন পাশের ৯০ দিনের মধ্যে ডিজিটাল সংবাদ মাধ্যমগুলোকে নথিভুক্তকরণের জন্য আবেদন করতে হবে। এর জেরে দেশের সমস্ত ডিজিটাল সংবাদমাধ্যম তথ্য-সম্প্রচার মন্ত্রকের অধীনে চলে আসবে।
প্রসঙ্গত, চলতি বাদল অধিবেশনে ‘অসংসদীয় শব্দ’ এবং সংসদ চত্বরে ধর্নায় নিষেধাজ্ঞা নিয়ে বিল আনতে চলেছে কেন্দ্র। ইতিমধ্যেই যার তীব্র বিরোধিতা করেছে বিরোধী দলগুলো। এর মধ্যেই ডিজিটাল সংবাদ মাধ্যম নিয়ে বিল আনার সিদ্ধান্তকে ঘিরেও শুরু হয়েছে বিতর্ক।
Comments are closed.