আধার কার্ড আসার কিছুদিন পরেই জানিয়ে দেওয়া হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্ট এর সাথে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে। কিন্তু পর্যালোচনা করে দেখা গেছে যে বলে দেওয়া সত্বেও অনেকেরই আধার এর সাথে ব্যাংক এর অ্যাকাউন্ট এর লিঙ্ক করা নেই। আর এই জায়গায় এবার কড়া পদক্ষেপের পথে নামলো কেন্দ্র সরকার। এদিন অর্থাৎ মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করানোর অন্তিম সময়সীমা জানিয়ে দিলেন।
এবিষয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছেন, “যে সকল গ্রাহকরা এখনো পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করেননি তারা এই আধার লিঙ্ক করার জন্য সময় পাবেন আগামী বছর অর্থাৎ ২০২১ সালের ৩১ শে মার্চ পর্যন্ত। “অন্যদিকে ব্যাংক অ্যাকাউন্ট এর সাথে প্যান কার্ডের লিঙ্ক থাকাও প্রয়োজন। সেই সময়সীমা ও বেঁধে দেওয়া হয়েছে। তার ও সময় সীমা ৩১মার্চ পর্যন্ত। মঙ্গলবার এই মর্মে প্রতিটি ব্যাংক কে নির্দেশ পাঠিয়েছে কেন্দ্র।
মঙ্গলবার ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের ৭৩ তম বার্ষিক সভায় যোগদান করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এখানেই তিনি বলেন, “ডিসেম্বর না হোক আগামী মার্চ মাসের মধ্যে যে সমস্ত অ্যাকাউন্টের সাথে প্যান কার্ড লিঙ্ক করানোটা জরুরি তা সম্পূর্ণ করতে হবে। পাশাপাশি প্রতিটি অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক অবিলম্বে সমাপ্ত করতে হবে।” এর সাথে সাথেই অর্থমন্ত্রী ডিজিটাল লেনদেন এর উপর বেশি জোর দিতে বলেন। UPI পেমেন্ট আর রূপেই কার্ডের ব্যবহার বেশি করে বাড়াতে বলেন তিনি।
Comments are closed.