কেন্দ্রের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল ৩১ মার্চের মধ্যে দেশের প্রত্যেক নাগরিককে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাতেই হবে। ৩১ মার্চের মধ্যে সংযুক্তিকরণ না হলে, বড়সড় বিপত্তিতে পড়তে হবে। তবে জল্পনা ছিল যে, সময় সীমা আরও কিছু দিন বাড়াবে কেন্দ্র। সেই জল্পনা সত্যি করেই এবার আধার প্যানের লিঙ্কের সময় বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে ৩০ জুন পর্যন্ত নতুন ভাবে এই লিঙ্কের কাজ করা যাবে।
মঙ্গলবার ২৮ মার্চ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আধার কার্ড প্যান কার্ডের লিঙ্ক করার শেষ তারিখ ৩১ মার্চ থেকে বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে। তবে এই তারিখের মধ্যেও যদি কাজ সম্পূর্ণ না হয়, তাহলে বড়সড় জরিমানার মুখে পড়তে হবে।
উল্লেখ্য, এর আগে ২০২২-এর ৩১ মার্চের মধ্যে প্যান আধার কার্ডের লিঙ্কের শেষ সময় দিয়েছিল কেন্দ্র। পরে সময়সীমা আরও ১ বছর বাড়ানো হলেও তার জন্য জরিমানা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছিল। যা নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে। এর মধ্যেই সম্প্রতি প্যান আধারের লিঙ্কের সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী।
Comments are closed.