রাজ্যগুলিকে বিনামূল্যে ১ কোটির বেশি টিকা দেওয়ার সিদ্ধান্ত মোদী সরকারের
আগামী রবিবার থেকে বিভিন্ন রাজ্যে টিকা পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে
করোনার দ্বিতীয় ঢেউয়ে লাগাম টানতে টিকাকরণে আরও জোর দেওয়ার সিদ্ধান্ত নিল মোদী সরকার। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আরও প্রায় ১ কোটি ৯২ লক্ষ টিকা দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। তিনি আরও জানান, বিনা পয়সায় ভ্যাকসিনের ডোজ রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দেওয়া হবে।
আগামী রবিবার থেকে বিভিন্ন রাজ্যে টিকা পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে, ট্যুইট করে জানান কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
Central Government will supply nearly 1 crore 92 lakh of #COVIDVaccines to States/UTs, free of Cost, during the Fortnight of 16th-31st May 2021.#IndiaFightsCorona
"टीका है सुरक्षा कवच"— Prakash Javadekar (@PrakashJavdekar) May 14, 2021
শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিষাণ সম্মান নিধির অষ্টম ধাপের টাকা রিলিজের অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি বলেছেন, করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে একমাত্র ভরসা ভ্যাকসিনেশন। গুরুতর সংক্রমণ থেকে এটাই আমাদের রক্ষা করতে পারে।
উদ্বেগ প্রকাশ করে নরেন্দ্র মোদী বলেন, দেশের গ্রামাঞ্চলে দ্রুত করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে দেশবাসীকে টিকা নেওয়ার আর্জি জানান। প্রধানমন্ত্রীর সংযোজন, টিকা নেওয়ার পরও মাস্ক পরা, দূরত্ববিধি বজায় রাখার মতো সুরক্ষাবিধি মানতে হবে।
দেশের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৪৩ হাজার ১৪৪ জন। মৃত্যু হয়েছে ৪ হাজার মানুষের।
Comments are closed.