সেবক-রংপো রেল প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। ২০২৪ এর মার্চ মাসের মধ্যেই এই প্রকল্পের সম্পূর্ণ কাজ শেষ হবে। সিকিম গিয়ে সম্প্রতি এমনটাই ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, সেবক-রংপো রেল প্রকল্পের দ্বিতীয়স্তরে সিকিমের রাজধানী পর্যন্ত রেললাইন টেনে নিয়ে যাওয়া হবে। ২০২৪-এর ডিসেম্বরের মধ্যেই সিকিমের রংপো পর্যন্ত পৌঁছে যাবে বন্দে ভারত এক্সপ্রেস।
সিকিম যেতে গেলে আজও পর্যটকদের উত্তরবঙ্গে নেমে সড়কপথে যেতে হয়। তবে প্রকল্পের কাজ শেষ হলে ট্রেনে করেই সরাসরি সিকিম পৌঁছে যাওয়া যাবে। সড়ক পথে যাত্রার থেকে বেশ অনেকটাই কমে খরচে এবং কম সময়ে গন্তব্যে যেতে পারবেন পর্যটকরা।
রেলের তরফে জানা গিয়েছে, গোটা রেলপথটাই দুর্গম পাহাড়ের মধ্য হয়ে যাবে। তাই পাহাড় কেটে অসংখ্য টানেল তৈরি করতে হচ্ছে। মোট রেল লাইনের ৪১.৫৪ কিমি পথ পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং কালিম্প জেলায় পড়ে। বাকি ৩.৪ কিমি পথ সিকিমের মধ্য দিয়ে যাবে। গোটা পথে মোট ১৪টি টানেল, ১৭টি সেতু এবং পাঁচটি স্টেশন রয়েছে।
Comments are closed.