সেন্ট্রাল ভিস্তা প্রয়োজনীয়, কাজ বন্ধ হবে না, জানিয়ে দিল দিল্লি হাই কোর্ট
সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের কাজ অব্যাহত রাখার ছাড়পত্র দিল দিল্লি হাই কোর্ট
করোনাকালে প্রধানমন্ত্রীর সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট কতটা প্রাসঙ্গিক? তা নিয়ে বার বার বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন্দ্র সরকারকে। কিন্তু এবার প্রজেক্টের কাজ অব্যাহত রাখার ছাড়পত্র দিল দিল্লি হাই কোর্ট।
সোমবার দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি ডিএন পটেল এবং বিচারপতি জ্যোতি সিংহের ডিভিশন বেঞ্চে সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট মামলা শুনানি হয়। দিল্লি হাইকোর্টের তরফে জানানো হয়েছে, সেন্ট্রাল ভিস্তা অপরিহার্য প্রজেক্ট, তা থামানো যাবে না। যেহেতু শ্রমিকরা করোনাকালে নির্মান কাজে রয়েছেন, তাই কাজ বন্ধ করার প্রশ্নই ওঠে না। একই সঙ্গে প্রজেক্টের বিরুদ্ধে মামলা দায়েরকারীদের ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে উচ্চ আদালতের ডিভিসন বেঞ্চ।
আদালতের পক্ষ থেকে জানানো হয়, ঠিকাদারি সংস্থা সাপুরজি পালোনজির চুক্তি অনুযায়ী, নভেম্বরের মধ্যেই ওই প্রজেক্টের কাজ শেষ হওয়ার কথা। এবং এই প্রজেক্টের কাজ চলা উচিত।
অন্য মালহোত্রা এবং সোহেল হাশমি নামে দুই ব্যক্তি হাইকোর্টে একটি পিটিশন জমা দিয়েছিল। যেখানে বলা হয়েছে, সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টে কাজ করছেন কয়েকশো শ্রমিক। করোনা অতিমারি চলাকালীন শ্রমিকদের প্রাণ বিপন্ন করছে কেন্দ্র। এই পরিস্থিতিতে সেন্ট্রাল ভিস্তা আদৌ প্রয়োজনীয়! তা নিয়ে বিবেচনা করা হোক। কিন্তু আদালত জানিয়ে দিল, কাজ চলবে সেন্ট্রাল ভিস্তার।
Comments are closed.