বাংলা সহ পাঁচ রাজ্যে চলছে রেল রোড চাক্কা জ্যাম। আদিবাসী সেঙ্গেল অভিযান নামে একটি সংগঠন চাক্কা জ্যামের ডাক দিয়েছে। এরফলে বিভিন্ন স্টেশনে রেল অবরোধ চলছে। অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে ট্রেন। চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
সারনা ধর্মের স্বীকৃতি, ঝাড়খণ্ডের পরেশনাথ মন্দিরকে আদিবাসী জনজাতির হাতে তুলে দেওয়া সহ একাধিক দাবিতে চলছে চাক্কা জ্যাম। মালদার আদিনা স্টেশনে সকাল থেকেই শুরু হয়েছে রেল অবরোধ। সেখানে নিজেদের দাবি দাওয়া সামনে রেখে আদিবাসী সেঙ্গেল অভিযান সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। অবরোধের জেরে সামসি স্টেশনে ডাউন শতাব্দী এক্সপ্রেস, কুমারগ্রাম স্টেশনে কুলিক এক্সপ্রেস, একলাখি স্টেশনে তেভাগা এক্সপ্রেস ও মালদা স্টেশনে দাঁড়িয়ে গৌড় লিঙ্ক এক্সপ্রেস।এমনকি দাঁড়িয়ে পড়েছে বন্দে ভারত এক্সপ্রেসও। সংগঠনের এক কর্মীর কথায়, কেন্দ্র এখনও সারনা ধর্মের কোড চালু করেনি। যাঁরা প্রকৃত আদিবাসী তাঁদের এসটি তালিকায় নাম তোলা হয়নি। এছাড়াও আমাদের তরফে আরও কিছু দাবি রয়েছে। বিভিন্ন জেলা জুড়ে চাক্কা জ্যামের জেরে থমকে রয়েছে একাধিক ট্রেন।
অন্যদিকে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বাংলার পাশাপাশি ওড়িশা, বিহার, অসম ও ঝাড়খণ্ডেও চাক্কা জ্যাম চলছে।
উল্লেখ্য, এর আগেও সারনা ধর্মের কোড চালু করার দাবিতে ২০২১ সালে খেমাশুলি স্টেশনে অবরোধ করে এই সংগঠন। চরম ভোগান্তির শিকার হয়েচ্ছিলেন যাত্রীরা। প্রায় ১০০ ঘণ্টা রেল অবরোধের পর নবান্নে কুড়মি সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছিল প্রশাসনিক আধিকারিকদের।
Comments are closed.