পরিবর্তিত হল উচ্চমাধ্যমিকে অনলাইনে ফল দেখার সময়। ১০ জুন অর্থাৎ শুক্রবার এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ। কিন্তু এর আগে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হল সকাল সাড়ে ১১টার পরিবর্তে দুপুর ১২টা থেকে অনলাইনে ফল দেখা যাবে।
বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, ১১.৩০টা নয়, ১০ জুন দুপুর ১২টা থেকে অনলাইন উচ্চমাধ্যমিকের ফল দেখা যাবে। অনলাইন পোর্টাল, এসএমএস, সব ক্ষেত্রেই দুপুর ১২টা থেকে ফল জানতে পারবেন পড়ুয়ারা। কিন্তু আগে যেমন জানানো হয়েছিল, সকাল ১১টার সময় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেই সময়ের কোনও পরিবর্তন হবে না। সকাল ১১টার সময় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশের পর দুপুর ১২ টার সময় অনলাইনে ফল জানতে পারবেন পড়ুয়ারা। ফল জানা যাবে, wbbse.wb.gov.in এবং wbresults.nic.in ওয়েবসাইটে।
Comments are closed.