প্রকাশিত হল উচ্চমাধ্যমিকে ফল, প্রথম হয়েছেন শুভ্রাংশু সর্দার

২০২৩-উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হল। এবারে একক ভাবে প্রথম হয়েছেন শুভ্রাংশু  সর্দার। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র শুভ্রাংশুর প্রাপ্ত নম্বর ৪৯৬। যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন, বাঁকুড়ার সুষমা খান, উত্তর দিনাজপুরের আবু সামা। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৫। তৃতীয় হয়েছে চার জন। তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনুসূয়া সাহা, আলিপুরদুয়ারের পিয়ালী দাস, বালুরঘাটের শ্রেয়া মল্লিক। তাঁদের প্রাপ্ত নম্বরে ৪৯৪। এবারে ১ থেকে দশের মধ্যে রয়েছেন ৮৭ জন। 

চলতি বছর উচ্চমাধ্যমিক শুরু হয় ১৪ মার্চ। পরীক্ষা চলেছে ২৭ মার্চ পর্যন্ত। এবারে পরীক্ষা শেষের ৫৭ দিনের মধ্যে ফলপ্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাড়ে আট লক্ষ। পাশের হার ৮৯.২৫% । সংসদ সভাপতি জানিয়েছেন, এবারে ছেলেদের মধ্যে পাশের হার ৯৮.১৬% এবং মেয়েদের মধ্যে ৮৭.২৬%.  তবে গতবারের তুলনায় মেয়াধাতালিকায় থাকা পড়ুয়ার সংখ্যা অনেকটাই কমেছে। গত বছর মেধাতালিকায় ছিলেন ২৭২ জন এবং সেখানে এবারে তা কমে দাঁড়িয়ে হয়েছে ৮৭ জন। এবারে মেধাতালিকার নিরিখে জেলাগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে হুগলি। এদিন দুপুর সাড়ে ১২ টা থেকে অনালাইনে রেজাল্ট দেখতে পাচ্ছেন পড়ুয়ারা। ৩১ মে স্কুলগুলো থেকে পড়ুয়ারা মার্কশিট সংগ্রহ করতে পারবেন।  

Comments are closed.