কসবায় গুন্ডামিতে অভিযুক্ত তৃণমূল, একযোগে পুলিশের বিরুদ্ধে অভিযোগ সিপিএম-বিজেপির 

ভোটের আগের দিন উত্তপ্ত দক্ষিণ কলকাতার কসবা বিধানসভা কেন্দ্র। শুক্রবার সকালে একদল দুষ্কৃতী কসবার ৬৭ নম্বর ওয়ার্ডে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হামলা চালায় বলে অভিযোগ। সিপিএম, বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা করেছে। 

এদিন সকালে ঘটনাস্থলে যান কসবার সিপিএম প্রার্থী শতরূপ ঘোষ। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। তাঁর অভিযোগ, তৃণমূল বুঝতে পেরেছে জনসমর্থন নেই তাই অশান্তি করছে। কসবা থানার ওসির অপসারণের দাবি করেন শতরূপ। বলেন, কসবা থানার ওসি তৃণমূলের দলদাস হয়ে কাজ করছেন।   

কসবার বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁও ঘটনাস্থলে যান। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী ও তাঁর অনুগামীরা। 

[আরও পড়ুন- চতুর্থ দফায় হুগলির ১০ আসনে ভোট, ২০১৬ আর ‘১৯ এর ভোটে কী ফলাফল ছিল?]

ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। দুষ্কৃতীদের রুখতে এলাকাবাসী লাঠি, বাঁশ হাতে বেরিয়ে আসেন। প্রকাশ্যে একদলকে দেখা যায়, রড, চ্যালা কাঠ হাতে ঘুরতে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Comments are closed.