চেন্নাইয়ের ‘লেডি সিঙ্ঘম’, অসুস্থ ব্যক্তিকে কাঁধে চাপিয়ে দৌড়, মহিলা পুলিশ অফিসারকে সম্মান মুখ্যমন্ত্রীর
বন্যা বিধ্বস্ত চেন্নাইয়ে এক অসুস্থ ব্যক্তিকে কাঁধে নিয়ে ছুটছেন মহিলা পুলিশ অফিসার। এই ছবি পরিচয় দিয়েছিল এক সচেতন পুলিশ অফিসারের। যা দেখে চমকে উঠেছিল গোটা দেশ। এবার টি রাজেশ্বরী নামে ওই মহিলা ইন্সপেক্টরকে সম্মান জানাল তামিলনাড়ূ সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন টি রাজেশ্বরীকে সম্মান জানিয়ে তাঁর হাতে সংশাপত্র তুলে দেন। সেই ছবি নিজেই টুইট করেছেন স্ট্যালিন। ছবিতে দেখা গেছে, টি রাজেশ্বরীর সঙ্গে বেশ কিছুটা সময় কাটাচ্ছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।
எத்தனை இடர் வரினும் இருள் சூழினும் மனிதநேயம் எனும் மணிவிளக்கின் ஒளி அவற்றைப் போக்கி புது நம்பிக்கையை அளிக்கிறது!
உதயா என்பவரின் உயிரைக் காப்பாற்றிய டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. இராஜேஸ்வரி அவர்களின் செயல் அத்தகைய ஒளியே!
அவரை நேரில் அழைத்துப் பாராட்டினேன். pic.twitter.com/zO2LV5hvFE
— M.K.Stalin (@mkstalin) November 12, 2021
গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাই শহর। চেন্নাইয়ের কিলপাউক এলাকার একটি কবরস্থান এলাকা জলের তলায়। সারারাত জলের মধ্যে অসুস্থ হয়ে পড়েছিলেন এক ব্যক্তি। জীর্ণ, অসুস্থ ওই ব্যক্তিকে দেখতে পেয়ে নিজের কাঁধে তুলে হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন মহিলা পুলিশ অফিসার টি রাজেশ্বরী। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। গোটা দেশ কুর্নিশ জানায় তাঁকে।
#WATCH | Chennai, Tamil Nadu: TP Chatram Police Station's Inspector Rajeshwari carries an unconscious man, on her shoulders, to an autorickshaw in a bid to rush him to a nearby hospital.
Chennai is facing waterlogging due to incessant rainfall here.
(Video Source: Police staff) pic.twitter.com/zrMInTqH9f
— ANI (@ANI) November 11, 2021
চেন্নাইয়ের টিপি চত্রম থানায় থানার একজন পুলিশ ইন্সপেক্টর টি রাজেশ্বরী। চেন্নাই সিটি পুলিশ জানিয়েছে, উদয়কুমার নামে ওই ব্যক্তি শ্মশানে কাজ করেন। টি রাজেশ্বরী জানিয়েছেন, একটি খবর আসে ওই শ্মশানে মারা গেছেন উদয়কুমার। শ্মশানে তালা দেওয়া ছিল। আমাদের কিন্তু আমি সেখানে পৌঁছানোর সাথে সাথে দেখতে পাই তিনি মারা যাননি। কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছিলেন। সঙ্গে সঙ্গে আমি তাঁকে কাঁধে তুলে নিই। তারপর অটো থামিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছিলা। এখন উনি ভালো আছেন।
Comments are closed.