মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, হাতির হানায় মৃত পরীক্ষার্থীর জন্য শোকজ্ঞাপন মমতা ব্যনার্জির
মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উত্তরবঙ্গ থেকে ফেরার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেকে শুভেচ্ছা। আমি বাচ্চাদের খুব ভালোবাসি। বৃহস্পতিবার হাতির হানায় মৃত পরীক্ষার্থীর জন্য শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি বনদফতরকে পুরো বিষয়টি দেখাশোনা করতে বলেছি। এবার থেকে ওই রাস্তা দিয়ে পরীক্ষার্থীরা যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করা হবে। বিষয়টি নিয়ে জলপাইগুড়ির ডিএমের সঙ্গে কথা বলবো। তিনি বলেন, দলছুট হয়ে গেলেই এই ধরণের হামলার ঘটনা হয়।
বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা। এদিন পরীক্ষা দিতে যাওয়ার সময় হাতির হানায় মৃত্যু হয়েছে এক মাধ্যমিক পরীক্ষার্থীর। জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর ডিভিশনের বেলাকোবা রেঞ্জের মহারাজ ঘাট এলাকায় এই ঘটনা ঘটেছে। পরীক্ষা দিতে যাওয়ার সময় অর্জুন দাস নামে ওই পরীক্ষার্থীর ওপর হামলা চালায় একটি দলছুট হাতি। তাঁকে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। কিন্তু হাসপাতাল যাওয়ার পথেই মৃত্যু হয় অর্জুন দাসের।
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবার মাধ্যমিকে পরীক্ষার্থী কমেছে প্রায় ৪ লক্ষ। মোট পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮। পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুম। হেল্পলাইন নম্বরগুলি, 033-2321-3827, 033-2359-2274।
Comments are closed.