মাধ্যমিকে জেলার জয়জয়কার, ৬৯৪ পেয়ে প্রথম পূর্ব মেদিনীপুরের সৌগত দাস, যুগ্ম দ্বিতীয় ফালাকাটার শ্রেয়সী, কোচবিহারের দেবস্মিতা

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফল। ৬৯৪ নম্বর পেয়ে প্রথম হয়েছে পূর্ব মেদিনীপুরের মহম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠের সৌগত দাস। যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে ফালাফাটা গার্লস হাইস্কুলের শ্রেয়সী পাল এবং কোচবিহারের ইলাদেবী হাইস্কুলের ছাত্রী দেবস্মিতা সাহা। তাদের দু’জনেরই প্রাপ্ত নম্বর ৬৯১। তৃতীয় হয়েছে রায়গঞ্জ গার্লস হাইস্কুলের ক্যামেলিয়া রায় এবং শান্তিপুর মিউনিসিপাল হাইস্কুলের ব্রতীন মণ্ডল। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৯। এ বছর পাসের হারে সবচেয়ে এগিয়ে পূর্ব মেদিনীপুর। তারপর রয়েছে কলকাতা।

মঙ্গলবার সকাল ১০ টায় মাধ্যমিকের ফল ঘোষণা করে মাধ্যমিক শিক্ষা পর্ষদ। তারপর থেকেই স্কুলে স্কুলে মার্কশিট বিতরণ শুরু হয়ে যায়। এবার প্রথম দশে রয়েছে মোট ৫১ জন। এবছর মাধ্যমিক দিয়েছিল ১০ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। পাশের হার ৮৬.০৪ শতাংশ।

Comments are closed.