করোনায় মৃতদের সংখ্যা গোপনের অভিযোগ সম্পূর্ণ ভুল, অডিট কমিটি নিশ্চিত করলে বলা হচ্ছে, জানালেন মুখ্যসচিব রাজীবা সিনহা
রাজ্য করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা গোপন করছে, এই অভিযোগ সম্পূর্ণ ভুল। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যসচিব রাজীবা সিনহা। বললেন, রাজ্যে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯। গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২ জন, করোনা মুক্ত হয়েছেন ৩ জন। জানিয়েছেন মুখ্যসচিব।
মুখ্যসচিব রাজীবা সিনহা বলেন, রাজ্যে একটি অডিট কমিটি তৈরি করা হয়েছে। যে কোনও মৃত্যু ঘটনার ক্ষেত্রেই এই কমিটি পর্যালোচনা করে দেখবে। তারপর করোনায় মৃত্যু হয়েছে কিনা তা জানাবে। রাজ্যে এখনও পর্যন্ত ৫ জনের করোনায় মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এই কমিটি। ফলে করোনা আক্রান্ত হয়ে মৃতদের সংখ্যা সরকার চাপতে চাইছে, এমন অভিযোগের কোনও বাস্তব ভিত্তি নেই, বলেন মুখ্যসচিব।
Comments are closed.