১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভায় উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কিন্তু ওই সময় রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা রয়েছে। এই আবহে ভোট হলে অসুবিধা হতে পারে পরীক্ষার্থীদের। সে কারণে ভোট পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিল রাজ্য সরকার। সোমবার নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে।
পরীক্ষা চলাকালীন রাজ্যে ভোট হলে সমস্যা হতে পারে, এই মর্মে শিক্ষা দপ্তরের সচিবের সঙ্গে এদিন মুখ্য সচিবের আলোচনা হয়। তারপারেই রাজ্যের মুখ্যসচিব নির্বাচন কমিশনকে ভোট পেছনের আর্জি জানিয়ে চিঠি লেখেন। প্রসঙ্গত ওই সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি আইএসসি, আইসিএসসি এবং সিবিএসই বোর্ডেরও পরীক্ষা রয়েছে৷ জানা গিয়েছে রাজ্যের আবেদনপত্র ইতিমধ্যেই দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরের পাঠানো হয়েছে। খুব শীঘ্রই সেখান থেকে ভোট পেছনো নিয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে খবর।
এদিকে ইতিমধ্যেই আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে দেওয়াল লিখন শুরু করে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিজেপির তরফে প্রার্থী ঘোষণা করা না হলেও তারা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই আবহে রাজ্যের আবেদনে সাড়া দিয়ে কমিশন ভোটের দিন পিছিয়ে দেয় কিনা এখন সেটাই দেখার।
Comments are closed.