তালিবান নিয়ে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ প্রধানের সঙ্গে বৈঠক অজিত ডোভালের। আফগানিস্তান নিয়ে বুধবার সিআইএ প্রধান উইলিয়াম বার্নসের সঙ্গে নয়া দিল্লিতে একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
আফগানিস্তানে নতুন সরকার গঠনের প্রক্রিয়া প্রায় শেষের মুখে। ইতিমধ্যেই ভারতের উদ্বেগ বাড়িয়ে তালিবান নতুন সরকারের প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছে। জাতিসংঘের কুখ্যাত সন্ত্রাসবাদীদের তালিকায় নাম থাকা মোল্লা হাসান আখুন্দ আফগানিস্তানের নতুন প্রধানমন্ত্রী। এই আবহে ভারত আমেরিকার বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত ওয়াকিবহাল মহলের।
সিআইয়ের সঙ্গে বৈঠকে কী কথা হয়েছে দু দেশের মধ্যে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। সূত্রের খবর অনুযায়ী, আফগানিস্তানের নতুন সরকারের হালহকিকত জানতে ভারতের উপর ভরসা রাখতে চাইছে মার্কিন মুলুক। এদিন দুই দেশের মধ্যে গোয়েন্দা রিপোর্ট আদানপ্রদান নিয়ে কথা হয়েছে। সেই সঙ্গে কয়েকজন বিশেষ আফগান নাগরিককে ভারতে আশ্রয় দিতেও অনুরোধ করা হয়েছে সিআইয়ের তরফে বলে খবর।
এছাড়াও কাশ্মীর নিয়ে তালিবানের অবস্থান বদল, চীন-পাকিস্তানের নতুন আফগান সরকারকে সমর্থন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ডোভাল-বার্নস বৈঠকে উঠে এসেছে বলে জানা গিয়েছে।
Comments are closed.