বহু মূল্য কোনও পাথর কলকাতা থেকে পাচার হতে চলেছে। আগাম খবরের ভিত্তিতেই ওঁৎ পেতেছিলেন সিআইডি অফিসাররা। বিমান বন্দরে ঢোকার মুখেই দু’জন যুবককে আটক করে সিআইডি। তাঁদের কাছ থেকে ধূসর রংয়ের চারটি উজ্জ্বল পাথর বাজেয়াপ্ত করেন সিআইডি অফিসাররা। অফিসাররা জানান, পাথরগুলি অন্ধকারেও ঝলমল করছে।
ধৃতদের জিজ্ঞেসাবাদ করে পাথরগুলির নাম ও দাম শুনে রীতিমত চোখ কপালে ওঠে সিআইডি অফিসারদের। পাথরগুলি হল তেজস্ক্রিয় পদার্থ ক্যালিফোর্নিয়াম। যার এক গ্রামের দাম ১৭ কোটি টাকা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৫০ গ্রাম। যার আনুমানিক দাম ৪ হাজার ২৫৮ কোটি ৫০ লক্ষ টাকা! জানা গিয়েছে ক্যালিফোর্নিয়াম পরমাণু বোমা তৈরিতে কাজে লাগে। এছাড়াও চিকিৎসা ক্ষেত্রে, তেল-পেট্রোক্যামিকাল শিল্প, বিভিন্ন ধাতুর পরীক্ষায়ও এই বহুমূল্য তেজস্ক্রিয় পদার্থ ব্যবহৃত হয়।
ধৃত দুজনে হুগলি জেলার বাসিন্দা। একজন শৈলেন কর্মকার, বাড়ি সিঙ্গুরে, অন্যজনের বাড়ি পোলবায়। নাম অসিত ঘোষ।
বৃহস্পতিবারই ধৃত দুই যুবককে ব্যারাকপুর আদালতে তোলা হয়। পাথরগুলিকে গবেষণাগারে পাঠানো হয়েছে, ধৃতদের দাবি সত্যি কিনা তা জানতে।
Comments are closed.