ইস্তফা দিলেন মোদীর প্রধান উপদেষ্টা পি কে সিনহা
কিন্তু হঠাৎই পদত্যাগের সিদ্ধান্ত কেন? তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
নরেন্দ্র মোদীর প্রধান উপদেষ্টা পদ থেকে ইস্তফা নিলেন পি কে সিনহা। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই ইস্তফার সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। গত ১৮ মাস ধরে এই পদে ছিলেন তিনি। কিন্তু হঠাৎই পদত্যাগের সিদ্ধান্ত কেন? তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
২০১৯ এর আগে প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার কোন বিশেষ পদ ছিল না। কিন্তু দ্বিতীয় বার মোদী সরকার ক্ষমতায় আসায় এই পদটি তৈরি করা হয়। দিল্লি সূত্রে খবর, প্রধানমন্ত্রীর অত্যন্ত বিশ্বস্ত ছিলন পি কে সিনহা।
কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত অন্যান্য আমলাদের মধ্যে অন্যতম অভিজ্ঞ ছিলেন সিনহা। চার বছরের বেশি সময় কেন্দ্রীয় মন্ত্রী সভার সচিব ছিলেন। এর আগে, জাতীয় কংগ্রেসের নেতত্বাধীন ইউপিএ সরকারের তিনটি মন্ত্রকের সচিব হিসেবেও কাজ করেন তিনি। প্রধানমন্ত্রী মোদীর সময়েও প্রথম দফাতে মন্ত্রিসভার সচিব ছিলেন পি কে সিনহা।
Comments are closed.