বীরভূমের দুবরাজপুরে কাটমানি ফেরত চেয়ে গুলিতে জখম ৫ গ্রামবাসী। মঙ্গলবার কলকাতায় মুখ্যমন্ত্রী কাটমানি বার্তা দেওয়ার পর বুধবার সকাল থেকেই বিভিন্ন জেলায় দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছিল। বৃহস্পতিবার এই ঘটনার আঁচ পড়ল বীরভূমের দুবরাজপুরে।
কাটমানির টাকা চাইতে গিয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে এদিন উত্তেজনার সৃষ্টি হয় বীরভূমের দুবরাজপুরে। বোমা-গুলিতে আহত হলেন ৫ গ্রামবাসী।
অভিযোগ, দুবরাজপুরের রসুলপুর গ্রামে বেশ কয়েকজন গ্রামবাসী একশো দিনের কাজ করে টাকা পাননি। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, তাঁদের বকেয়া টাকা আত্মসাৎ করেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও সদস্যরা। বুধবার রাতে সেই টাকা ফেরত চেয়ে প্রধানের বাড়িতে গেলে গ্রামবাসীদের লক্ষ্য করে ছররা গুলি ছোঁড়া হয় বলে অভিযোগ। শুরু হয় তৃণমূলের দুই পক্ষের বোমাবাজি। গুলিতে গুরুতর জখম হয়ে সিউড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ১ মহিলা সহ ৫ গ্রামবাসী। অন্যদিকে, অভিযুক্ত পঞ্চায়েত প্রধান তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। সাঁইথিয়াতেও কাটমানির টাকা চেয়ে স্থানীয় তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করেন স্থানীয়রা। ব্যাপক উত্তেজনা তৈরি হয় সেখানেও।
মঙ্গলবার নজরুল মঞ্চে দলীয় কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, যে সব দলীয় নেতা সরকারি প্রকল্প থেকে টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে, তাঁরা যেন সেই টাকা ফেরত দেন মানুষকে। মমতা ঘোষণা করেন, কোনও চোরের ঠাঁই হবে না তাঁর দলে। মুখ্যমন্ত্রীর এই বার্তার ২৪ ঘন্টার মধ্যেই জেলায় জেলায় সাধারণ মানুষের বিক্ষোভ আছড়ে পড়ে দুর্নীতিতে অভিযুক্ত একাধিক তৃণমূল নেতার বাড়িতে। বুধবার কাটমানির টাকা ফেরত চেয়ে বীরভূমেরই ইলামবাজারে দুই তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করেন স্থানীয় লোকজন।
Comments are closed.