শনিবার সকাল থেকে কলকাতার আকাশের মুখভার, বেলা পর্যন্ত সেভাবে বৃষ্টি না হলেও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এদিকে রবিবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দফতর বলছে, রবিবার থেকে পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতলে উত্তুরে হাওয়ার দাপট ফের বাড়বে। সেই সঙ্গে তাপমাত্রাও কয়েক ডিগ্রি নামতে পারে।
ফেব্রুয়ারির শেষভাগে শীতের এই খামখেয়ালিপনায় জ্বর, সর্দি-কাশির মতো অসুখের প্রকোপ বাড়ার আশঙ্কা। বারবার তাপমাত্রার ওঠানামাতে শরীর খারাপ হচ্ছে মানুষের। এই সময়টায় সাবধান থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
হাওয়া অফিস জানাচ্ছে, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রির আশেপাশে, তবে সর্বোচ্চ তাপমাত্রা গত কয়েকদিনের চেয়ে কয়েক ডিগ্রি নেমে ২১ ডিগ্রিতে পৌঁছেছে। রবিবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত নামবে বলে পূর্বাভাস। আগামী ক’দিন এমন শীতের মেজাজই বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
Comments are closed.