রবীন্দ্রসদন-নন্দন চত্বরে টানা ১৫ দিন রবীন্দ্রজয়ন্তী পালন, অংশ নেবেন ৩ হাজরেরও বেশি শিল্পী; ঘোষণা মুখ্যমন্ত্রীর
সোমবার আলিপুরের নব নির্মিত ধনধান্য স্টেডিয়ামে রবীন্দ্রজয়ন্তীর মূল অনুষ্ঠান করে রাজ্য। সেই অনুষ্ঠান থেকেই এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেন, রবীন্দ্রসদন নন্দন চত্বরে টানা ১৫ দিন ধরে বিশ্বকবির জন্মদিন উপলক্ষ্যে নানান অনুষ্ঠানের আয়োজন করা হবে। রবীন্দ্রসংগীত, নৃত্য, নৃত্যনাট্য, গীতি আলেখ্য সহ একাধিক অনুষ্ঠান হবে। যাতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৩ হাজারের বেশি শিল্পী অংশ নেবেন। মোট চারটি প্রেক্ষাগৃহে রোজ বিকেল চারটে থেকে ৯ টা পর্যন্ত এই অনুষ্ঠান হবে।
এদিনও ধনধান্য স্টেডিয়ামে মহাসমারোহে কবি প্রণাম অনুষ্ঠান করে রাজ্য। যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ রাজ্যের অন্যান্য মন্ত্রীরা তো উপস্থিত ছিলেনই। সেই সঙ্গে এদিনের অনুষ্ঠানে অংশ নেন, প্রতুল মুখার্জি, শিবাজী চ্যাটার্জি, অরুন্ধতি হোম, স্বাগতলক্ষ্মী দাশগুপ্ত, রূপঙ্কর বাগচী, রাঘব চ্যাটার্জি, ইন্দ্রানী সেন, অদিতি মুন্সি সহ অনেক বিশিষ্ঠ শিল্পী। তবে অনুষ্ঠানের শেষে এদিন কার্যত চমক দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেনের সঙ্গে মঞ্চে রবীন্দ্রসংগীত গান তিনি।
Comments are closed.