১৪ এপ্রিল সিউড়িতে জনসভা করে তীব্র আক্রমণ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ। দাবি করেছিলেন, ‘২৪’-এর লোকসভা ভোটে রাজ্য থেকে বিজেপি ৩৫টা আসন পেলে পরের বছরই তৃণমূলের পতন হবে। এবার পাল্টা দিলেন তৃণমূল সুপ্রিম মমতা ব্যানার্জি। সোমবার সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন মুখ্যমন্ত্রী।
মমতা ব্যানার্জি বলেন, ১৪ এপ্রিল সিউড়িতে জনসভা করতে গিয়েছিলেন অমিত শাহ। তিনি তাঁর দলের হয়ে প্রচার করতেই পারেন, ভাষণ দিতেই পারেন। কিন্তু একথা তিনি কোন আইন মেনে বললেন যে বাংলা থেকে বিজেপি ৩৫ আসনে জিতলে আর অপেক্ষা করতে হবে না, তারপরই তৃণমূল সরকারের পতন ঘটবে? এরপরেই সুর চড়িয়ে তৃণমূল নেত্রী বলেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে উনি দেশ রক্ষার বদলে একটি নির্বাচিত সরকার ফেলার দেওয়ার চক্রান্ত করছেন। এত ঔদ্ধত্য! আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।
Comments are closed.