দেউচা পাচামি কয়লা খনি প্রকল্প নিয়ে ইতিমধ্যেই জমিদাতাদের জন্য একাধিক প্যাকেজ ঘোষণা করেছে রাজ্য। সেই মতো জমিদাতাদের একাংশের হাতে চাকরির নিয়োগ পত্রও তুলে দিয়েছে রাজ্য সরকার। তবুও দেউচা পাচামি কয়লা খনির বিরুদ্ধে একাংশের নানান অভিযোগ ছিল। প্রকল্পের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করে যাচ্ছেন তাঁরা। এবার আন্দোলনকারীদের সঙ্গেই বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর বৈঠক শেষে আন্দোলনকারীদের প্রতিনিধিরা জানালেন, মমতা ব্যানার্জির সঙ্গে তাঁদের ইতিবাচক বৈঠক হয়েছে।
বুধবার আন্দোলনকারীদের ৯ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, প্রায় ৩০ মিনিট দু’পক্ষের মধ্যে কথা হয়েছে। জানা গিয়েছে, মূলত রাজ্য প্রকল্প নিয়ে কী ভাবছে, গ্রাম বাসীদের জন্য কী প্যাকেজ ঘোষণা করা হয়েছে, আন্দোলনকারীদের এসব বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী।
সেই সঙ্গে, আন্দোলকারীদের কী দাবি, কয়লাখনি প্রকল্প নিয়ে তাঁদের ভাবনা কী, তাও মুখ্যমন্ত্রী জানতে চান আন্দোলনকারীদের কাছে। সূত্রের খবর, আন্দোলনকারীদের দাবিদাওয়া লিখিতভাবে রাজ্যকে জানানোর কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
বৈঠক শেষে প্রতিনিধি দলের একজন বলেন, মুখ্যমন্ত্রী সঙ্গে তাঁদের এই বৈঠক অত্যন্ত সদর্থক ভাবে হয়েছে। দু’পক্ষের আলোচনা হওয়ার দরকার ছিল। মুখ্যমন্ত্রীর কথামতো তাঁদের দাবিদাওয়া রাজ্যকে লিখিত ভাবে তাঁরা জানাবেন।
Comments are closed.