রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের জন্য বড়সড় পদক্ষেপ নেওয়ার ভাবনা রাজ্যের। সিভিক ভলানন্টিয়াররা ভালো কাজ করলে তাঁদের সরাসরি পুলিশের কনস্টেবল পদে নিয়োগ করা হতে পারে। সোমবার নবান্নের বৈঠকে এমনটা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
স্বরাষ্ট্র দফতরের দায়িত্বও রয়েছে মুখ্যমন্ত্রীর হাতে। জানা গিয়েছে, এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রদফতরের আধিকারিকদের বিষয়টি নিয়ে ভেবে দেখার পরামর্শ দিয়েছেন। তবে কবে থেকে এই প্রক্রিয়া শুরু হবে, এই নিয়ে বিস্তারিত এখনও কিছু জানানো হয়নি। যদিও মুখ্যমন্ত্রীর ঘোষণায় আশায় বুক বেঁধেছে সিভিক পুলিশ হিসেবে কর্মরত অসংখ্য যুবক যুবতী।
Comments are closed.