আগামী সোমবার পাহাড়ে যেতে পারেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে তেমনটাই খবর। জানা গিয়েছে ১১ জুলাই উত্তরবঙ্গ যাবেন মমতা ব্যানার্জি। সব ঠিক থাকলে ১২ জুলাই GTA শপথ গ্রহণ অনুষ্ঠানেও তিনি উপস্থিত থাকতে পারেন। তৃণমূলের একটি সূত্রের খবর, মূলত GTA শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যেই এবারে পাহাড়ে যাচ্ছেন তৃণমূল নেত্রী।
GTA নির্বাচনে জয়ের পরই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা জানিয়ে ছিলেন অনীত থাপা। বুধবারই নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। তারপরেই জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর পাহাড় সফরের কথা। পর্যবেক্ষকদের মতে, GTA শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে তা নিঃসন্দেহে একটি চমকপ্রদ ঘটনা হবে। পাহাড়ের রাজনীতির ক্ষেত্রে যা খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা।
১০ বছর পর GTA বোর্ড গঠিত হবে। ১২ জুলাই সমস্ত জয়ী সদস্যরা শপথ নেবেন। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার পাশপাশি আগামী দিনের কাজের রূপরেখা নিয়েও মুখ্যমন্ত্রী বার্তা দিতে চান বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, গত ২৬ জুন GTA-এর ৪৫ টি আসনে ভোট হয়। ফল প্রকাশ হয় ২৯ জুন। ওই নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পায় অনীত থাপার দল। তৃণমূল ২৫ টি আসনে জয়ী লাভ করে। এছাড়াও একাধিক আসনে নির্দল প্রার্থীরা জয়ী হন।
Comments are closed.