দেবীপক্ষের শুরু অর্থাৎ মহালয়ার আগেই নবরূপে পথ চলা শুরু করবে টালা ব্রিজ। পূর্ত দফতর সূত্রে এমনটাই খবর। জানা গিয়েছে, সেতুর কাজ প্রায় শেষ। সব ঠিক থাকলে মহালয়ার আগের দিন ২৪ সেপ্টেম্বর টালা ব্রিজ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
সদ্য পূর্ত দফতরের দায়িত্ব পেয়েছেন পুলক রায়। দায়িত্ব নিয়েই তিনি জানিয়েছিলেন, পুজোর আগেই কলকাতাবাসীর জন্য ব্রিজ খুলে দিতে চায় রাজ্য। সেই লক্ষ্যেই কাজ করছে পূর্ত দফতর। জানা গিয়েছে, পূর্ত দফতরের তরফে প্রায় সবকিছুই ঠিক ঠাক হয়ে গিয়েছে। অপেক্ষা শুধু মুখ্যমন্ত্রীর দফতরের সবুজ সঙ্কেতের। মুখ্যমন্ত্রীর দফতর থেকে ছাড় পত্র পেলেই মহালয়ার আগের দিন খুলে যাবে টালা ব্রিজ।
পূর্ত দফতর সূত্রে খবর ৮০০ মিটার লম্বা টালা ব্রিজটি নতুন ভাবে তৈরিতে খরচ পড়েছে ৪৬৮ কোটি টাকা। জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সেতু উদ্বোধনের যাবতীয় কাজ সেরে রাখতে চাইছে পূর্ত দফতর। মহালয়ার আগে টালা ব্রিজ খুলে গেলে পুজোতে উত্তর কলকাতায় যানজট অনেকটাই কম হবে।
Comments are closed.