মহালয়ার আগেই খুলে যাবে টালা ব্রিজ, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

সব কিছু ঠিক থাকলে পুজোর আগেই খুলে যাবে টালা ব্রিজ। প্রায় আড়াই বছর ধরে নির্মাণ করা হচ্ছে নতুন টালা ব্রিজ। নবান্ন সূত্রে জানা গিয়েছে, নতুন ব্রিজ তৈরির কাজ প্রায় শেষ। সব কিছু ঠিক থাকলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে মহালয়ার আগেই খুলে যাবে ঝাঁ চকচকে এই সেতু।

প্রথমে মনে করা হচ্ছিল, এই বছরের এপ্রিল-মে মাস নাগাদ খুলে দেওয়া হবে ব্রিজ। কিন্তু করোনা ও লকডাউনের জেরে ব্রিজ নির্মাণের কাজে দেরী হয়। তাই মনে করা হচ্ছে পুজোর আগেই খুলে যাবে এই ব্রিজ। অন্যদিকে ব্রিজের একটা অংশ রেল লাইনের ওপর দিয়ে যাওয়ার ফলে ব্রিজ সংস্কারে রেলের অনুমতি নিতে হয়ছে। এরফলে নির্মাণের কাজে আরও কিছু দেরি হয়।

২০১৯ সালে রুগ্ন স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য ভেঙে ফেলা হয় উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ টালা ব্রিজ। পুজোর ঠিক আগেই পুরানো টালা ব্রিজ দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকে নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। নতুন ব্রিজ নির্মাণে ৩০০ কোটি টাকার মতন খরচ হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

নতুন টালা ব্রিজ চালু হলে চাপ কমবে বেলগাছিয়া ব্রিজের ওপর। এই ব্রিজ বন্ধ থাকার ফলে চাপ পড়ছিল বেলগাছিয়া ব্রিজের ওপর।

Comments are closed.