রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। দেড় ঘন্টা ধরে চলে এই বৈঠক। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম এতক্ষন রাজ্যপালের সঙ্গে আলোচনা তৃণমূল নেত্রীর। রাজ্য রাজ্যপাল সংঘাতের আবহে দুই প্রশাসনিক প্রধানের এই বৈঠকের জেরে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
সূত্র মারফত জানা যাচ্ছে, মূলত বিধানপরিষদ গঠন নিয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও রাজ্য বাজেট সহ একাধিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে বলে খবর। কয়েকদিন ধরেই রাজ্যপাল বিধানসভার অভ্যন্তরীণ বিষয় নিয়ে বেশ কিছু অভিযোগ করেছিলেন, সে সংক্রান্ত আলোচনাও হয়ে থাকতে পারে দু’জনের মধ্যে। যদিও দুপক্ষের তরফে আলোচনার বিষয়বস্তু নিয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও কিছু জানানো হয়নি। রাজভবনের দাবি, এটি সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল।
এদিন তিনটে একান্ন মিনিট নাগাদ মুখ্যমন্ত্রীর কনভয় পৌঁছায় রাজয়ভবনে। নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী রাজভবনে চলে আসেন। ১.৪৫ মিনিটের কিছু বেশি সময় ধরে দুজনের আলোচনা চলে।
একুশের বিধানসভা ভোটের আগেই তৃণমূল নেত্রী জানিয়েছিলেন ক্ষমতায় ফিরলে রাজ্যে বিধানপরিষদ গঠন করবেন। ক্ষমতায় ফিরেই সেই নিয়ে কাজ শুরু করে দেয় মমতা সরকার। যদিও বিরোধীরা এর বিরোধিতা করেছে। তাঁদের মতে, বিধানপরিষদ গঠন করার পরিকল্পনা ভিত্তিহীন। রাজ্যের খরচ বাড়ানো ছাড়া এর কোনও ভূমিকা নেই।
Comments are closed.