প্রয়াত হয়েছেন প্রবাদ প্রতিম ঐতিহাসিক রণজিৎ গুহ। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফেসবুক পোস্ট করে তিনি লেখেন, ওনার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করছি।
মুখ্যমন্ত্রী লেখেন, ঐতিহাসিক গুহর প্রয়াণে জ্ঞান চর্চার পৃথিবীতে অপূরণীয় ক্ষতি হল। মুখ্যমন্ত্রীর ভাষায়, রণজিৎ গুহ ভারতের কৃষক আন্দোলন নিয়ে সুদূরপ্রসারী কাজ করেছেন। তিনি নিম্নবর্গীয় ইতিহাস চর্চার ধারা গড়ে তোলেন এবং বেশ কিছু সম মনোভাবাপন্ন তরুণ ঐতিহাসিককে নিয়ে একটি শক্তিশালী ঐতিহাসিক গোষ্ঠী হাতে তোলেন। এই নিম্নবর্গীয় ইতিহাস চর্চার প্রভাব পড়ে সারা পৃথিবীতে।
শনিবার ভোররাতে অস্ট্রিয়ার ভিয়েনাতে নিজ বাসভবনে জীবনবসান ঘটে রণজিৎ গুহর। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। আগামী ২৩ মে তাঁর ১০০ বছরে পা দেওয়ার কথা ছিল। তাঁর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এই ইতিহাসবিদ।
Comments are closed.