বকেয়া নিয়ে বৃহত্তর আন্দোলনের পথে তৃণমূল! ১৬ নভেম্বর নেতাজি ইন্ডোরে সভা করবেন মুখ্যমন্ত্রী 

১০০ দিনের কাজের বকেয়া টাকা না মেটালে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে। এমনটা আগেই জানিয়েছিল তৃণমূল। এবার তাতেই সিলমোহর দিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী। সেই সঙ্গে ১৬ নভেম্বর আন্দোলনের রূপরেখা ঠিক করতে নেতা-মন্ত্রীদের নিয়ে সভার ডাক দিলেন। নেতাজি ইন্ডোরে এই সভা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। 

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেত্রী বলেন, আগামী ১৬ নভেম্বর নেতাজি ইন্ডোরে আমি পঞ্চায়েত, পৌরসভা, জেলা পরিষদ, ব্লক প্রেসিডেন্ট, সাংসদ, বিধায়ক সবাইকেই নিয়ে একটি মিটিং ডেকেছি। বেলা ১২টার সময় হবে বৈঠক। সেই বৈঠকে থেকেই বড়সড় সিদ্ধান্ত নেওয়া হবে। যারা ১০০ দিনের কাজ করেছে, যাদের দিয়ে কাজ করানো হয়েছে, তাদের বকেয়া টাকা কেন্দ্রকে দিতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলন হবে। ওই বৈঠক থেকেই আন্দোলনের রূপরেখা নির্ধারণ হবে। 

১০০ দিনের কাজের বকেয়া টাকার পাশাপশি আবাস যোজনা, রাস্তা তৈরির ক্ষেত্রেও কেন্দ্র বরাদ্দ অর্থ রাজ্যকে দেয়নি বলে এদিন ফের সরব হন মুখ্যমন্ত্রী। 

Comments are closed.