গুজরাট সেতু বিপর্যয় নিয়ে মুখ খুললেন তৃণমূল নেত্রী। বুধবার তিনি সাফ জানান, গুজরাট ঘটনা নিয়ে কোনও রাজনীতি করতে দেব না। তাঁর কথায় এত মানুষের মৃত্যু হয়েছে, এটা মানবিকতা দিয়ে দেখা উচিত। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী দাবি করেন, ঘটনার প্রকৃত তদন্তের জন্য সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত কমিশন গড়া উচিত।
রাজ্যপালের আমন্ত্রণে সারা দিয়ে চেন্নাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এদিন বিমানবন্দরে পৌঁছে গুজরাট নিয়ে প্রতিক্রিয়া দেন। তাঁর কথায়, মোরবির দুর্ঘটনায় অনেক মানুষের প্রাণ গিয়েছে। এটা নিয়ে রাজনীতি করবো না। এটা মানবিকতা দিয়ে দেখা উচিত। সেই সঙ্গেই মুখ্যমন্ত্রীর সংযোজন, এই ধরণের দুর্ঘটনা সব রাজ্যেই ঘটে। এতে সরাকরের কিছু করার থাকে না। তবে সেতুগুলোর আরও বেশি বেশি অডিট হওয়া উচিত। যারা এত মানুষের জীবন নিয়ে খেলছে তাঁদের কঠিন শাস্তি হওয়া উচিত।
যদিও গুজরাট সরকারকেও খোঁচা দিয়েছেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, ভোটের কথা ভেবেই তড়িঘড়ি সেতু খুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকার ভোট নিয়ে ব্যস্ত থাকায় আহতদের ঠিকমতো সাহায্য করছে না বলেও মুখ্যমন্ত্রী অভিযোগ করেন।
Comments are closed.